সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরাপদ নগরী গড়তে রাজশাহীতে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ শুরু

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগরীর শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘স্কুল ভিজিটিং প্রোগ্রাম’ কর্মসূচি শুরু করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-আরএমপি। নিরাপদ নগরী গড়তে সামাজিক দায়বদ্ধতা থেকে আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের নির্দেশে বৃহস্পতিবার (৬ জুন) রাজশাহী মহানগরীর ১২ থানায় একযোগে এ কর্মসূচি শুরু হয়।

কর্মসূচির প্রথম দিন ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদক, ইভটিজিং, সাইবার ইস্যু, ট্রাফিক রুলস এবং সামাজিক অপরাধ যেমন বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। এ মুক্ত আলোচনায় স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা আরএমপির কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যার কথা উপস্থাপন করেন।

মতবিনিময় সভায় আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন। মাদক থেকে দূরে থাকতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের অনুরোধ করেন। এ ছাড়া সতর্ক থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে পরামর্শ প্রদান করেন। কেউ সাইবার অপরাধের শিকার হলে কীভাবে প্রতিকার পাওয়া যাবে সে বিষয়ে আলোচনা করেন।

তাছাড়া ছাত্রছাত্রীদের ট্রাফিক আইন জেনে ও মেনে নিরাপদে পথ চলা, নিয়ম মেনে রাস্তা পারাপারসহ প্রয়োজনে ট্রাফিক পুলিশের সহযোগিতা গ্রহণ করতে বলেন। রাস্তায় বিপদে পড়লে বা কেউ ইভটিজিং এর শিকার হলে আরএমপির সহযোগিতা নেওয়া বা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করতে বলাসহ বাল্যবিবাহ, যৌতুক, কিশোর গ্যাং ও মানবপাচার সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেন।

এ কর্মসূচির সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) সাবিনা ইয়াসমিন। স্কুল ভিজিটিং প্রোগ্রাম কর্মসূচিতে বিভিন্ন থানার অফিসার ইনচার্জরা, বিট অফিসার, শিক্ষকমণ্ডলী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে নগরীর ১২ থানার ৫১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল ভিজিটিং প্রোগ্রাম পর্যায়ক্রমে চলবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.