শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৮ জুন ২০২৪ সকাল ১০টার দিকে নগরীর সাহেববাজার বড়কুঠিস্থ থানা ভূমি অফিস প্রাঙ্গণে, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও থানা ভূমি অফিসের উদ্যোগে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

বেলুন ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার। এছাড়াও উপস্থিত ছিলেন ভুমি সেটেলমেন্ট অফিসার সিতারা বেগম, সহকারী কমিশনার (ভূমি), জুয়েল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বিপুল চন্দ্র সাহা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে,এখন থেকে স্মার্ট ভূমি উন্নয়ন কর,নাম জারি,খতিয়ান (পর্চা),জমির ম্যাপ, আরো অন্যান্য স্মার্ট ভূমি সেবা জনসাধারণের দাড় গোড়ায় পৌঁছে দেওয়া হবে। এই সারাদেশব্যাপি এই সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.