প্রিয় রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলছে যুক্তরাষ্ট্রে। ফুটবল দল তখন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কাতার। গতকাল বিকেলে মধ্যপ্রাচ্যের দেশটির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে বাংলাদেশ সময় মধ্যরাতে দোহায় পৌছান জামালরা।
কাতারের দোহায় বাংলাদেশের অনেক প্রবাসী বসবাস করেন। বাংলাদেশ ফুটবল দলকে অভ্যর্থনা জানাতে তারা বিমানবন্দরে উপস্থিত হন। অধিনায়ক জামাল ভুইয়া সহ বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে ছবি তোলেন। ফুল দিয়ে দলকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশ দল এই মুহূর্তে হোটেলে অবস্থান করছে। আজ (শনিবার) হোটেলে জিম করবে। এরপর বাংলাদেশ সময় রাত নয়টায় ভ্রমণ ক্লান্তি কাটাতে রিকভারি সেশন হবে। আগামীকাল থেকে মুলত পুর্নাঙ্গ অনুশীলন হবে জামালদের।
বাংলাদেশ দল ১১ জুন লেবাননের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ের শেষ ম্যাচ খেলবে। যুদ্ধ বিধ্বস্ত লেবানন নিজেদের দেশে খেলা আয়োজন করতে পারে না। তাই নিরপেক্ষ ভেন্যু কাতারে তাদের হোম ম্যাচ আয়োজন করছে। দুই দলের প্রথম লেগ কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র ছিল।