প্রিয় রাজশাহী ডেস্কঃ নাটোর সার্কিট হাউসে তিনতলার একটি ভিআইপি কক্ষে আগুন লেগে তিন লাখ টাকা মূল্যের কিছু মালামাল পুড়ে গেছে।
শনিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ‘কক্ষটি সংস্কারের জন্য গণপূর্ত বিভাগের কাছে হস্তান্তর করা ছিল। তারা কাজ শেষ করে আমাদের কক্ষটি এখনো বুঝিয়ে দেয়নি। আগুন কীভাবে লাগল তা তদন্ত করে দেখা হচ্ছে।’
নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ কুতুবী বলেন, ‘ভোররাতে জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সহকারী কমিশনার রাশেদুল ইসলামের ফোনে আগুন লাগার খবর পেয়ে নাটোর স্টেশনের দুটি ফায়ার ফাইটার ইউনিট ঘটনাস্থলে যায়। পরে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’
ফায়ার সার্ভিস কর্মীদের ধারণা, সংস্কারকাজের শ্রমিকদের ব্যবহৃত মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
আগুন নেভানোর পর ওই কক্ষে শ্রমিকদের তিনটি প্যান্ট দেখতে পান তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়নি বলে নিশ্চিত করেন ফায়ার সার্ভিস কর্মীরা। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নাটোর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার দেব বলেন, ‘কক্ষটিতে ইন্টেরিয়র ডিজাইনসহ সংস্কারকাজ চলছিল।
ঠিকাদারের লোকজন দিনে কাজ করে এবং রাতে দ্বিতীয় তলায় থাকে। আগুনে ভবনের বা কোনো সরকারি মালামালের ক্ষয়ক্ষতি হয়নি। তবে ঠিকাদারের কিছু মালামাল এবং যন্ত্রপাতি পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগলে আরো বেশি ক্ষতি হতো।’