শুক্রবার (৭ জুন) পটিয়া জেনারেল হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডা. সাথী ধরের তত্ত্বাবধানে ফুটফুটে তিন সন্তানের জন্ম হয়। তার সঙ্গে হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. ইরতিফা ইসলাম ও স্টাফ নার্সসহ সংশ্লিষ্টদের যৌথ প্রচেষ্টায় এ প্রবাসীর স্ত্রীর দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম হয়।
গৃহবধূ কহিনুর আকতার উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী মো. আবুর স্ত্রী। তাদের সাত বছর বয়সি আরো একটি কন্যা সন্তান রয়েছে।
তিন সন্তান জন্ম দেওয়া মা কহিনুর আকতার বলেন, আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আমার তিন সন্তান নরমাল ডেলিভারিতে ভূমিষ্ঠ হয়েছে। আমার যত কষ্টই হোক না কেন আমি তাদের ভরণপোষণ ও লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করতে চাই।
পটিয়া জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক এস এইচ খাদেমী বাহাদুর বলেন, হাসপাতালে গাইনি কনসালটেন্ট ডা. সাথী ধরের তত্ত্বাবধানে থাকা কহিনুর আকতার নামের এক প্রবাসীর স্ত্রী একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। নবজাতক ও মায়ের জন্য আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা নিশ্চিত করেছি। নবজাতক ও মা সুস্থ আছেন। তারা এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তারা পুরোপুরি সুস্থ হলে আমরা তাদেরকে বাড়ি পাঠিয়ে দেব।