শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘চলতি বছর আলুর দাম কমবে না’

প্রিয় রাজশাহী ডেস্কঃ সাবেক কৃষিমন্ত্রী ও কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুর রাজ্জাক বলেছেন, আলুর ফলনে পচন হয়েছে বিধায় চলতি বছর দাম আর কমবে না।

শনিবার (৮ জুন) বিএআরসি মিলনায়তনে জাতীয় ফল মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সবার জিজ্ঞাসা যে আলুর এতো দাম কেন। মূলত ফলনে পচন হয়েছে বিধায় সরবরাহ কমেছে, তাই দাম বেশি। এটা তো আর সাধারণ মানুষজন বোঝে না, তারা কৃষি কর্মকর্তাকে দোষারোপ করে। কিন্তু এ বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

আবদুর রাজ্জাক বলেন, বাজেট দেওয়ার পর বারবার খাদ্যে মূল্যস্ফীতির বিষয়টি উঠে আসছে। অথচ এ মূল্যস্ফীতির কারণ হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব। তবে আমাদের উন্নয়নের যে ধারাবাহিকতা চলমান রয়েছে, তা যদি আমরা বিশেষত আমাদের কৃষকরা ধরে রাখতে পারেন, তাহলে মূল্যস্ফীতি অবশ্যই কমে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার প্রমুখ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.