প্রিয় রাজশাহী ডেস্কঃ বগুড়ায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শামীম রাজুকে (৪৫) গ্রেফতার করেছে র্যাব। শামীম বগুড়ার শিবগঞ্জ উপজেলার মৃত ছানাউল্লাহ গাছুর ছেলে।
শুক্রবার (৭ জুন) রাতে গাজীপুরের সফিপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
র্যাব জানায়, শামীম ২০০৬ সালে আনিছুর রহমান নামে এক ব্যক্তির কাছ থেকে ধানের জমি বর্গা নেন। ওই জমিতে তিনি ধান উৎপাদন করতেন। ওই বছরের ১ ডিসেম্বর শামীম পাওনা ধান দিতে আনিছুরের বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা হলে শামীম ছুরি দিয়ে আনিছুরকে হত্যা করেন। পরে নিহতের ভাই আব্দুল আজিজ বাদী হয়ে শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর ২০২৩ সালের ৩০ নভেম্বর আসামি শামীম রেজাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।
র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (এসপি) মীর মনির হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম জানিয়েছেন, তিনি এ মামলায় ৩ বছর ৬ মাস কারাভোগের পর জামিনে বের হয়ে আত্মগোপন করেন। পরে গাজীপুরের স্থানীয় এক নারীকে বিয়ে করে সংসার শুরু করেন। তিনি সেখানে পরিচয় গোপন করে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। শনিবার দুপুরে তাকে শিবগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।