মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাহা তানহা বউ সাজতে চান কার কাছে?

প্রিয় রাজশাহী ডেস্কঃ অভিনেত্রী রাহা তানহা নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে পরিচিতি পেয়েছেন উপস্থাপিকা ও মডেল হিসেবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাহা তানহা বিয়ের বিষয়ে কথা বলেছেন।

তিনি বলেন, অনেক বার বউ সেজেছি। যদিও ক্যারিয়ারের শুরু মডেলিং দিয়ে। আমার আসলে অনেক ব্রাইডাল কাজ করা হয়েছে। যখন আমি বউ সাজি আমাকে নিজের কাছে সুন্দর লাগে। সে সময় আমার মনে হয় আমার বিয়েতে এভাবে সাজবো।

এ অভিনেত্রী জানান, তিনি যখন আবার অন্য কাজের শুট করতেন। সে সময় চিন্তা করতেন বিয়েতে ঠিক এভাবে সাজবেন।

রাহা তানহা বলেন, বিয়েতে সাজানোর বিষয়টা পুরোপুরি আমার মেকাপ মেকাপ আর্টিস্টয়ের কাছে ছেড়ে দিবো। তার ইচ্ছেমতো আমাকে সাজিয়ে দিবে। কারণ আমার নিজের পছন্দমতো সাজলে জগা-খিচুড়ি হয়ে যাবে।

অভিনেত্রীকে ডিভোর্সের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করা হলে তিনি বলেন, একেক জনের সংসারে একেক ধরনের অশান্তি। কারো স্বামী ধোঁকা দিচ্ছে তো অন্যদিকে কারো বউ ধোঁকা দিচ্ছে। কারো বা মনোমালিন্য হয়ে যাচ্ছে। আসলে এই ব্যাপারগুলো যার যার ব্যক্তিগত। একেক জনের ব্যাপারটা একের রকম। এ বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা অসম্ভব।

উল্লেখ্য, গত বছর ফিল্ম ক্লাব নির্বাচনে চিত্রনায়ক ওমর সানির নেতৃত্বে গঠিত প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছিলেন তানহা। পাশাপাশি  ‘সারাংশে তুমি’, ‘ভালোবাসা ডটকম’, ও ‘রূপ’, ছবিতে অভিনয় করেছেন তিনি ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.