সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

শিগগিরই ৬ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

প্রিয় রাজশাহী ডেস্কঃ দেশের বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজসহ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে শূন্য থাকা পদ পূরণে শিগগিরই আরও ছয় হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

রোববার (৯ জুন) জাতীয় সংসদে ৭১ বিধিতে সংসদ সদস্যদের দেওয়া নোটিশের জবাবে লিখিত বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশের সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসকদের শূন্য পদ পূরণের জন্য ছয় হাজার নতুন চিকিৎসক (এমবিবিএস ও ডেন্টাল) নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য প্রথম পর্যায়ে দুই হাজার চিকিৎসক নিয়োগের জন্য একটি প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্যসেবা বিভাগে পাঠানো হয়েছে।

এর আগে, সরকার দলীয় সংসদ সুলতানা নাদিরা, সংরক্ষিত সংসদ সদস্য পারভীন জামান ও স্বতন্ত্র সংসদ সদস্য ছানোয়ার হোসেন ছানু লিখিত নোটিশে নিজ নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল নিয়োগ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বরাবর নোটিশ দেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.