শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অবিবাহিত পুরুষ বেশি সিলেট বিভাগে, সবচেয়ে কম রাজশাহীতে

প্রিয় রাজশাহী ডেস্কঃ বর্তমানে দেশে নারীর চেয়ে অবিবাহিত পুরুষের হার ৩৫ শতাংশের বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) আর্থসামাজিক ও জনমিতিক জরিপ ২০২৩ এ এই তথ্য উঠে এসেছে। গত বছরের ২১ মে থেকে ২২ জুন পর্যন্ত দেশের ১২ হাজারেরও বেশি এলাকার প্রায় ২ লাখ ৯৯ হাজার পরিবারের ওপর এই জরিপ চালানো হয়।

বিবিএসের প্রতিবেদন অনুযায়ী, অবিবাহিত পুরুষের হার সবচেয়ে বেশি সিলেট বিভাগে, প্রায় ৪৫ শতাংশ। অপরদিকে রাজশাহী বিভাগে অবিবাহিত পুরুষ সবচেয়ে কম, ৩১ শতাংশ। পাশাপাশি সিলেট বিভাগে অবিবাহিত নারী সবচেয়ে বেশি, প্রায় ৩২ শতাংশ। অন্যদিকে, রাজশাহীতে এ হার সবচেয়ে কম, ১৮ শতাংশ।

প্রতিবেদন অনুযায়ী, নারীর চেয়ে পুরুষের একাধিক বিয়ে করার হারও বেশি। এর মধ্যে প্রায় ৪ শতাংশ পুরুষ একবারের বেশি বিয়ে করেছেন। বিপরীতে ১ শতাংশের বেশি নারী একবারের বেশি বিয়ে করেছেন। পাশাপাশি বিপত্নীক হিসেবে ১ শতাংশের কিছু বেশি পুরুষ একা জীবনযাপন করছেন। অন্যদিকে, প্রায় ৯ শতাংশ নারী বিধবা হিসেবে জীবনযাপন করছেন।

বৈবাহিক অবস্থা বিশ্লেষণ করে জরিপে বলা হয়েছে, বর্তমানে দেশের মোট জনগোষ্ঠীর ৬৫ শতাংশ বিবাহিত। এর মধ্যে রাজশাহী বিভাগে বিবাহিতের হার সর্বোচ্চ ৬৯ শতাংশ। অন্যদিকে, সিলেট বিভাগে বিবাহিত জনগোষ্ঠীর হার সর্বনিম্ন ৫৫ শতাংশ।

এদিকে, জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৮৬ শতাংশ পরিবারের প্রধান পুরুষ। বিপরীতে ১৪ শতাংশ পরিবারের প্রধান নারী। এ ক্ষেত্রে গ্রামের তুলনায় শহর এলাকায় নারীপ্রধান পরিবারের হার কিছুটা বেশি। অন্যদিকে, বিভাগভিত্তিক পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে বেশি (৯২ শতাংশ) পুরুষপ্রধান পরিবারের হার রংপুরে। আর নারীপ্রধান পরিবারের হার বেশি চট্টগ্রামে, ২৪ শতাংশ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.