মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে নিরাপদ সাইবার স্পেস তৈরিতে ‘সাইবার বন্ধু’ এর পথচলা

নিজস্ব প্রতিবেদকঃ সবার জন্য নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক সাইবার স্পেস তৈরি ,সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও ধর্মীয় সম্প্রীতির মেলবন্ধন রক্ষা এ প্রত্যয়ে ইউএনডিপি কর্তৃক আয়োজিত ‘ডিজিটাল খিচুরি চ্যালেঞ্জ ২০২৩’ এর রাজশাহী পর্ব গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

রাজশাহী পর্বে এবারের বিজয়ী দুটি দলের মধ্যে অন্যতম ‘সাইবার বন্ধু’। ‘সাইবার বন্ধু’ কাজ করছে  সাইবার বুলিং এবং অনলাইনে ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে।’

সাইবার বন্ধু’ দলের সদস্যরা রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- তানভীর আহমেদ ইমন, আজমাইন ফায়েক ভুঁইয়া, মেহেদী হাসান ফাহাদ এবং অনন্যা গুহ।

দলটির অনলাইনভিত্তিক কাজ পরিচালনার জন্য ‘সাইবার বন্ধু’ নামে একটি ফেসবুক পেজ রয়েছে।’

সাইবার বন্ধু’ এর অনলাইন ভিত্তিক কাজের মধ্যে অন্যতম হল নিরাপদ সাইবার স্পেসের জন্য প্রযুক্তিগত জ্ঞান এবংসাইবারবুলিং মোকাবেলায়  কি ধরনের আইনী পদক্ষেপ নেওয়া যায় বিষয়ে পডকাস্টের আয়োজন করা যা ফেসবুক পেজটি থেকে প্রচারিত হয়েছে।প্রথম পডকাস্টের অতিথি বক্তা হিসেবে ছিলেন ‘দ্য ট্রেড ডেস্ক’ এর সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট ড. হিমেল দেব।

পরবর্তী পডকাস্টটিতে অতিথি হিসেবে ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমুম তালুকদার।

এছাড়া অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে সাইবার বুলিং এর বিরুদ্ধে বিভিন্ন ধরনের ইনফোগ্রাফিক্স, ছোট কমিক এর মাধ্যমে তথ্য ও ভিডিও পেজটি থেকে প্রচার করা হয়ে থাকে।

‘সাইবার বন্ধু’  অগ্রনী স্কুল এন্ড কলেজ ও শেখ রাসেল মডেল স্কুলে একটি কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় শিক্ষার্থীদের সাথে সাইবার বুলিং নিয়ে আলোচনা হয়। তারা সাইবার বুলিং সংক্রান্ত তাদের বা তাদের কাছের মানুষের অভিজ্ঞতাগুলো নিয়ে কথা বলে।এ কর্মশালায় তাদেরকে সাইবার স্পেসে কিভাবে নিরাপদে থাকা যায় ,সাইবার স্পেসে গ্রহণযোগ্য-অগ্রহণযোগ্য ব্যবহার  নিয়েও অবহিত করা হয়।

‘সাইবার বন্ধু’- “জানব, জানাব, শিখব, শিখাব, বুঝব, বুঝাব; এভাবেই আমরা সাইবার স্পেসকে নিরাপদ করে তুলব” মূলমন্ত্রে বিশ্বাস করে নিরাপদ সাইবার স্পেস তৈরির জন্য বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.