নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে রাজশাহীকে ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এজন্য নগরীর তেরখাদিয়া এলাকায় শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামকে প্রস্তুত করা হবে। এখন পর্যন্ত পাঁচটি স্টেডিয়ামে বিপিএলের ১০ আসরে ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বিসিবি সভাপতি এবং যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
বৃহস্পতিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করে মেয়র লিটন বলেন, ‘বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়। এ সময় তিনি শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএলের খেলা আয়োজনের কথা জানান।’
ক্রীড়ামন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিটন বলেন ‘নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর।’
২০১২ সালে প্রথম বিপিএল আয়োজন করে বিসিবি। এরপর দশটি আসর মাঠে গড়িয়েছে। পাঁচটি ভেন্যুতে হয়েছে ম্যাচগুলো। সব মৌসুমেই অধিকাংশ ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়াম এবং চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম শুধু দ্বিতীয় সংস্করণের জন্য ব্যবহার করা হয়েছিল।
চট্টগ্রামের আরেক ভেন্যু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেও বিপিএল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া পঞ্চম আসর থেকে সীমিত সংখ্যক ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এবার রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়াম হতে পারে বিপিএলের ষষ্ঠ ভেন্যু।