মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নওগাঁর রাণীনগরে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

নওগাঁর রাণীনগরে অপহৃত দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণকারী যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবকের নাম সোহান হোসেন (১৯)। সে উপজেলার গহেলাপুর বড়িয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

মঙ্গলবার সকালে ওই স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। আর গ্রেফতার যুবককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া এলাকা থেকে অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে। একই সঙ্গে অপহরণকারী যুবককেও গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, ওই স্কুলছাত্রীকে সোহান বিভিন্ন সময়ে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। মেয়েটি অন্য ধর্মের হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং বিষয়টি পরিবারকে জানান। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে সমাধানের জন্য সোহানের পরিবারকে জানালে তারা সমাধান না করে উল্টো ক্ষিপ্ত হয়ে মেয়ের পরিবারকে নানাভাবে হুমকি দেন। ২ জুন ওই স্কুলছাত্রী বাড়ির খলিয়ানে ঝাড়ু দেওয়ার কাজ করছিল। আর পরিবারের লোকজন বিভিন্নকাজে বাহিরে ছিলেন। এই সুযোগে কয়েকজনের সহযোগীতায় সোহান ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। মেয়ের পরিবার বাড়িতে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে মেয়েকে না পেয়ে মেয়ের বাবা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে রাণীনগর থানায় অপহরণ মামলা দায়ের করেন।

রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, মামলার পরিপ্রেক্ষিতে থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করাসহ অপহরণকারীকে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.