জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্রামেন্টে বিভাগীয় পর্যায়ে বাঘা শাহদৌলা সরকারি কলেজ চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এই সংর্ব্বধনা দেওয়া হয়েছে।
উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সংর্ব্বধনা অনুষ্টানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফাফর ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা শাহদৌল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, বাঘা শাহদৌলা সরকারি কলেজের কোস সালাউদ্দিন শিমুল, টিম ম্যানেজার মতিউর রহমান, ক্যাপ্টেন মেশকাত হোসেন, সাংবাদিক আবুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, সোমবার (২৬ জুন) রাজশাহী শারীরীক শিক্ষা কলেজ মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত: কলেজ ফুটবল টুর্রামেন্টে চাপাইনবাবগঞ্জের কৃষ্ণ গোবিন্দপুর ডিগ্রী কলেজকে ৩-১ গোলে হারিয়ে বাঘা শাহদৌলা সরকারি কলেজ চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন।