বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

থাকতে পারে গরম, ঈদের পর বৃষ্টির আভাস

প্রিয় রাজশাহী ডেস্কঃ চলতি সপ্তাহ জুড়ে দেশে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে বেড়েছে গরম। শুধু তাই নয় বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অনুভূত হচ্ছে অস্বস্তিভাব। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেই হিসেবে গরম থাকতে পারে ঈদ পর্যন্ত।

এক দিন পরেই আগামী ১৭ জুন দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে। তার আগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে ঈদের পর বৃষ্টির আভাস রয়েছে।

শনিবার (১৫ জুন) আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত আবহাওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।পূর্বাভাসে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়;  ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকতে পারে।

এছাড়া রোববারের আবহাওয়া শনিবারের মতোই থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রাও শনিবারের মতোই থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাবও বিরাজ করতে পারে।

ঈদের দিন (১৭ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী,  ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, ঈদের দিনের পর থেকে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.