সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাটোরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

নাটোরের বড়াইগ্রামে বাসের ধাক্কায় মো. আবুল হোসেন তালুকদার (৫৫) নামে এক সার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জুন) সকালে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের আহম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবুল হোসেন তালুকদার উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত মাহমুদুল্লাহ তালুকদারের ছেলে। তিনি পেশায় একজন সার ব্যবসায়ী এবং বিসিআইসি সারের ডিলার।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর (পরিদর্শক) মাসুদ রানা এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে আবুল হোসেন তালুকদার মোটরসাইকেল নিয়ে নাটোর-পাবনা মহাসড়ক হয়ে নিজ ব্যবসাপ্রতিষ্ঠান আহম্মদপুর বাজারে যাচ্ছিলেন। এ সময় একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতিসহ অজ্ঞাত ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.