সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

‘কলকাতার সুপারস্টাররা কেন শাকিবের মতো জনপ্রিয় নয়’

প্রিয় রাজশাহী ডেস্কঃ বলা হয়, ঢাকাই সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রেখেছেন শাকিব খান। বছরে এই নায়কের দুইটি সিনেমা মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে প্রাণ ফিরে পায় দর্শকরা। যে কারণে শাকিব খানের সিনেমা মুক্তি মানেই আলাদা উন্মাদনার সৃষ্টি।

চলতি ঈদেও প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই নায়কের ‘তুফান’ সিনেমা। বাংলাদেশ ও কলকাতার তিনটি প্রযোজনা সংস্থা মিলে তৈরি করেছে এই ছবি। বিগ বাজেটের সিনেমা ‘তুফান’ ইতোমধ্যেই রেকর্ড ভাঙছে-গড়ছে। প্রেক্ষাগৃহে দর্শকের উপচে পড়া ভিড় চোখে পড়ছে।

এমতাবস্থায় আবারও শাকিব খানকে নিয়ে মন্তব্য করেছেন টলিউড সিনেমার প্রযোজক রানা সরকার। যিনি এর আগে ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়কের অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তবে এবার রানা স্বীকার করলেন, ঢালিউড ইন্ডাস্ট্রিতে শাকিব খানের সিনেমা মানেই সুপারহিট।

ফেসবুকে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে শাকিব খানের ভক্তদের প্রশংসা করে ওপার বাংলার সুপারস্টারদের কাঠগড়ায় তুলেছেন ‘ব্যোমকেশ’ সিনেমার এই প্রযোজক।

স্ট্যাটাসের শুরুতেই রানা সরকার বলেন, ‘শাকিব খান অভিনেতা হিসেবে খুব ভালো এরকম না। কিন্তু তার প্রত্যেকটা সিনেমা সুপারহিট হয়। এমনকি ঈদের ছুটিতে শাকিব খানের একের বেশি সিনেমা রিলিজ হলেও সবকটা সুপারহিট হয়। গান সুপারহিট হয়, মিউজিক ভিডিও সুপারহিট হয়। এক শাকিব খানের জন্য পুরো বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি লাভের মুখ দেখে। এমন অবস্থা হয়েছে, এখন কলকাতার প্রযোজকরাও ঢাকায় গিয়ে শাকিব খানের সিনেমা প্রযোজনা করে মুনাফা করার রাস্তা নিয়েছে। কিন্তু কলকাতার সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাতে পারছে না বা চাইছে না, কেন?’

কলকাতার সুপারস্টারদের দর্শকদের সমালোচনা করে এই প্রযোজক বলেন, ‘বাংলাদেশের দর্শক, মূলত শাকিব খানের ফ্যানরা (ভক্তরা) সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য পাগল। বাংলাদেশের দর্শকদের মধ্যে দক্ষিণ ভারতীয় সিনেমার দর্শকদের মতো পাগলামি দেখা যায়। শাহরুখ সালমানের ফ্যানদের মতো পাগলামি দেখতে পাওয়া যায়। কিন্তু আমি ঠিক বুঝি না আমাদের কলকাতার সুপারস্টারদের কথা। এত প্রচার, এত গালভরা ইন্টারভিউ, কিন্তু এতদিন পরেও কেন পশ্চিমবাংলার দর্শক মিনিমাম ব্যবসা দিতে ইচ্ছুক নয়, হলে সিনেমা দেখতে যাওয়ার কোনো ইচ্ছা নেই, দর্শকের কোন লয়্যালটি নেই প্রিয় সুপারস্টারদের প্রতি।’

কলকাতার সুপারস্টারদের সমস্যা কোথায়? এ প্রশ্ন ছুড়ে দিয়ে রানা সরকার বলেন, ‘ফ্যানদের যত কথা শুধু সোস্যাল মিডিয়ায়। তারা সবাই সিনেমা হলে গেলে এপার বাংলাতেও সুপারস্টারদের সিনেমাগুলো শাকিব খানের মতো হিট হতো। সমস্যাটা ঠিক কোথায় আমাদের সুপারস্টারদের? ১. তারা অভিনয় পারেন না? ২. সিনেমা ভালো তৈরি করতে পারেন না? ৩. কাজ কম কথা বেশি? ৪. প্রযোজক পান না বলে নিজের সিনেমা নিজেকেই প্রযোজনা করতে হয়? ৫. শুধু স্যাটেলাইট রাইট বিক্রি থেকে লাভ করার কথা ভেবে সিনেমা বানান, বক্স অফিসের কথা ভাবেন না? ৬. নাকি পশ্চিমবঙ্গের মেনস্ট্রিম সিনেমার দর্শক সিনেমা হলে গিয়ে এদের সিনেমা আর দেখতে চান না, তারা হিন্দি আর দক্ষিণী সিনেমা দেখেন?’

ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টারদের চেয়ে শাকিবের জনপ্রিয়তা ঢের বেশি। তা জানিয়ে রানা সরকার বলেন, ‘সুপারস্টার হলেই যে সে ভালো প্রযোজনা করতে পারবে এটা এ বাংলায় এখনো সত্যি না। সুপারস্টারদের প্রযোজনায় হিট সিনেমার সংখ্যা হাতেগোনা। আর কলকাতার প্রযোজকরা কেন সুপারস্টারদের নিয়ে সিনেমা বানাচ্ছে না তার কারণ ও সুপারস্টারদের অতিরিক্ত চাহিদা। হিন্দি বা দক্ষিণের সুপারস্টারদের সঙ্গে তুলনা করা যায় না। কিন্তু আমাদের সুপারস্টাররা ন্যূনতম শাকিব খানের মতো জনপ্রিয়তা গড়ে তুলতে পারলেন না কেন? ট্রল করুন সঙ্গে জবাবও খুঁজুন।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.