সোমবার | ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় অটোরিকশা-ভটভটি সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

বগুড়া সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে দুই বোনের বাবা ও মা।

মঙ্গলবার (২৭ জুন) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া মন্ডলপাড়ায় এ দুর্ঘটনা ঘটে৷

নিহতদের মধ্যে আশা মনি (৭) ও তার ছোট বোন খাদিজা (২)। দুর্ঘটনায় তাদের বাবা রাশেদ শেখ (২৭) ও মা জোৎস্না বেগম (২৫) গুরুতর আহত হয়েছেন। তারা বগুড়ার কাহালু উপজেলার বিবিরপুকুরের বাসিন্দা। এছাড়া দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুর ইসলাম তোতাও (৫৪) নিহত হয়েছেন। তিনি কাহালুর নারহট্ট এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইমতিয়াজ আহম্মেদ বলেন, মঙ্গলবার সকালে কাহালু থেকে আসা বগুড়াগামী যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ঘটনাস্থলেই নিহত হন। পরে একই পরিবারের চার সদস্যকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় দুই শিশুর মৃত্যু হয়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। এছাড়া অটোচালকের মরদেহ স্বজনরা নিয়ে গেছেন।

এসআই আরও বলেন, রাশেদ শেখ তার এক স্বজনের জানাজায় অংশ নিতে গাইবান্ধার বোনারপাড়ায় যাচ্ছিলেন। ঘাতক ভটভটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.