নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী জেলা যুবলীগ। আজ বেলা ১১ টায় নগরীর লক্ষীপুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু অনিল কুমার সরকার, রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত, সহ-সভাপতি আলমগীর মোর্শেদ রন্জু, আরিফুল ইসলাম রাজা, মোজাহিদ হোসেন মানিক, কাজী মোজাম্মেল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম, সেজানুর রহমান সেজান, সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, ফয়সাল আহম্মেদ রুনু প্রমুখ।
এছাড়াও সাবেক সহ-সভাপতি বেলাল সরকার, সাবেক জেলা যুবলীগ নেতা সেলিম শেখ, মক্তার হোসেন, আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা আওয়ামী লীগ আয়োজিত কাইসার রহমান অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগদান করেন রাজশাহী জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা।
এই অনুষ্ঠানে রাজশাহী জেলা যুবলীগের সভাপতি মাহমুদ হাসান ফয়সল সজল ও সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।