নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) রাজশাহী মহানগর যুবলীগের কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বিকেলে ৪টায় নগরীর কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে এসব কার্য্যক্রম অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি মনিরুজ্জামান খান মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনির সঞ্চালনায় কর্মী সভা, সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুল করিম মীর।
এছাড়াও রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, জয়নাল আবেদীন, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি, গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক মুরসালীন হক রাবু, সহ-সম্পাদক প্রণব কুমার সরকার, এসএম আশিকুর রহমান অদ্বিতসহ নগর যুবলীগের ৩৭ টি সাংগঠনিক ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক, যুগ্ম-আহবায়ক এবং বিভিন্নস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।