নিজস্ব প্রতিবেদকঃ সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ইস্যুতে কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে জানিছেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
মঙ্গলবার (২ জুলাই) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে পুলিশপ্রধান জানান, পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।
এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ প্রধান। এরপর বর্ণাঢ্য র্যালিতে অংশ নেন তিনি।