মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নাইট-রাইডার্সে ফিরে যা বললেন সাকিব

প্রিয় রাজশাহী ডেস্কঃ বিশ্বকাপ শেষ হলেও বিশ্রামের সুযোগ মিলছে না সাকিব আল হাসানের। যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে অংশ নিতে গতকাল দেশ ছেড়েছেন টাইগার এই অলরাউন্ডার। প্রথমবারের মতো এই লিগে সাকিব খেলবেন লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের হয়ে। যে দলের মালিকানায় শাহরুখ খানের নাইট রাইডার্স গ্রুপ। ফলে সাকিবের কাছে এটা ‘সেকেন্ড হোম’ই বলা চলে।

মেজর লিগ ক্রিকেটে খেলতে দেশ ছাড়ার আগে নিজের দলকে নিয়ে সাকিব বলেন, ‘অবশ্যই ভালো। যেটা সবসময় আমার কাছে সেকেন্ড হোমের মতো লাগে। সবাই নিজেদের লোক, পরিচিত। কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই। স্বাভাবিকভাবেই অন্যরকম একটা উত্তেজনা তো কাজ করেই। আশা করি সর্বোচ্চ দিয়ে পারফর্ম করার।’

এদিকে বিমানবন্দরে সাকিবকে শুনতে হলো বিশ্বকাপ নিয়ে প্রশ্ন। স্বাভাবিকভাবেই উঠে এসেছে বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার কথাও। সাকিব বলেন, ‘ব্যাটারদের জন্য কঠিন ছিল। আমি দেখলাম না কাউকে ধারাবাহিকভাবে ভালো করতে। অন্যান্য প্রতিটি বিশ্বকাপেই অনেকে ধারাবাহিকভাবে ভালো করে, এই বিশ্বকাপে তা দেখিনি। হয়ত এক ম্যাচ দুই ম্যাচ ভালো খেলেছে, দলগুলো এভাবেই জিতেছে। যে যেদিন পারফর্ম করেছে সে-ই জিতিয়ে নিয়েছে। যেহেতু বড় স্কোরের ম্যাচ ছিল না। আমরাও এক-দুজনের অবদানে জিতেছি। যেগুলো জিতিনি হয়ত ওরকম বড় কন্ট্রিবিউশন ছিল না।’

সেমিফাইনালে যেতে না পারা দুঃখজনক জানিয়ে সাকিব কথা বলেন ঘাটতি দূর করার ব্যাপারেও, ‘হ্যাঁ এটা একটা বড় আফসোস। এটা হলে খুব ভালো লাগত, খুব বড় অর্জন হতো। সেদিক থেকে আমাদের জন্য দুঃখজনক।’

এসব ফেলে সাকিব তাকাতে চান সামনের দিকে। তবে সেজন্য কোচ অধিনায়ক আর বোর্ডকেই এগিয়ে আসতে হবে মন্তব্য এই সিনিয়র ক্রিকেটারের, ‘এটা তো আসলে বলা মুশকিল। নীতিনির্ধারক, কোচ, ক্যাপ্টেন, দলের যারা পার্ট, ক্রিকেট অপারেশন, বোর্ড তারাই আলোচনা করে বুঝতে পারবেন ঘাটতি কোথায় ছিল, এবং ভবিষ্যতে যাতে ঘাটতি না থাকে সে অনুযায়ী কাজ করার।’

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.