নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বাঘায় ৩৩ শতাংশ জমিতে ৫৬টি আম গাছের মধ্যে ২২টি কেটে নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২ জুলাই) দিবাগত রাতে উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
বুধবার (৩ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা পশ্চিমপাড়া গ্রামের কৃষক আলমগীর হোসেন ৩৩ শতাংশ জমিতে ৫৬টি আমগাছ রোপন করে। বাগানে হিমসাগর, কাটিমন, আমরুপালি গাছ রোপন করা হয়েছে। গাছের বয়স ৫ বছর। ২২টি আমগাছ গাছ রাতের আধারে কে বা কারা কেটে নষ্ট করে দিয়েছে। প্রতিটি গাছে ৪/৫ মণ আম আসতে শুরু করেছে।
কাটা গাছ দেখাতে গিয়ে বাগান মালিক আলমগীর হোসেন কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি বলেন, ‘মানুষের সাথে মানুষের শত্রুতা হয়। কিন্তু গাছের সঙ্গে এ কেমন শত্রুতা। গাছ তো কারও সঙ্গে শত্রুতা করেনি। গাছের কোনো অপরাধ নেই। তাহলে এমন করা হলো কেন?
এ ব্যাপারে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, আমগাছ কাটার বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।