মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে

যুক্তরাজ্যে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন। মতামত জরিপ অনুযায়ী, সুনাকের কনজারভেটিভ পার্টি কেইর স্টারমারের দল লেবার পার্টির কাছে হারতে যাচ্ছে। খবর আল জাজিরার

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টা থেকের রাত ১০টা পর্যন্ত ভোটকেন্দ্র খোলা থাকছে। ভোটাররা ৬৫০ জন আইনপ্রণেতাকে নির্বাচিত করবেন। তারা নিজ নিজ আসন থেকে প্রতিনিধিত্ব করবেন।

হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কোনো দল কিংবা জোট সরকার গঠন করতে পারে। দল বা জোটের নেতা হন প্রধানমন্ত্রী।

যুক্তরাজ্যে ভোট দিতে গেলে বয়স অন্তত ১৮ বছর হতে হয়। ভোটাররা ব্রিটিশ নাগরিক, আইরিশ নাগরিক কিংবা যোগ্যতাসম্পন্ন কমনওয়েলথ নাগরিক হতে পারেন।

আল জাজিরা জানায়, প্রায় ৫০ মিলিয়ন নাগরিক ভোট দিতে নাম লিখিয়েছেন। সরাসরি, ডাকযোগে কিংবা কারো সাহায্য নিয়ে ভোট দেওয়া যাবে। নির্বাচন কমিশন জানায়, বিদেশে থাকা তিন মিলিয়ন ব্রিটিশ নাগরিক ভোট দিতে পারবেন।

হাউস অব কমন্সে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে একটি দলের মোট আসনের ৫০ শতাংশ পেতে হয়। পরে রাজা তৃতীয় চার্লসের কাছে সরকার গঠনের আবেদন করা হয়।

সংসদের উচ্চ কক্ষ অর্থাৎ হাউস অব লর্ডসের সদস্যরা নির্বাচিত হওয়ার পরিবর্তে নিযুক্ত হন।

যদি কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পায়, তবে ঝুলন্ত সংসদ পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনটি হলে সবচেয়ে বড় দল অন্য দলের সঙ্গে জোট গঠন করতে পারে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.