জনপ্রিয় গ্যাজেট নির্মাতা সংস্থা নাথিং এবার নিয়ে আসছে তাদের প্রথম স্মার্টওয়াচ। এর মাধ্যমেই স্মার্টওয়াচের জগতে পা রাখতে চলেছে নাথিং। এরই মধ্যে বাজারে নাথিংয়ের স্মার্টফোন, ইয়ারবাড বেশ জনপ্রিয়। কিছুদিনের মধ্যেই বাজারে আসছে নাথিংয়ের প্রথম স্মার্টওয়াচ।
নাথিং সর্বপ্রথম বাজারে একটি ইয়ারবাড নিয়ে আসে। এরপর ব্র্যান্ডটি ভারতসহ বিশ্বের অন্যান্য প্রান্তে দুটি ইয়ারবাড লঞ্চ করেছে। তাদের একটি হচ্ছে নাথিং ইয়ার ১ এবং অপরটি ইয়ার ২। পাশাপাশি সংস্থাটি তাদের প্রথম স্মার্টফোন নাথিং ফোন ১ লঞ্চ করেছে। এখন ব্র্যান্ডটি নাথিং ফোন ২ নিয়ে কাজ করছে, যা খুব শিগগির বাজারে আসছে।
এখন নাথিং যেখানে তাদের ফোন এবং ওয়্যারলেস অডিও প্রডাক্ট লঞ্চ করেছে। এখন কোম্পানির তাদের প্রথম স্মার্টওয়াচ। ধারণা করা হচ্ছে খুব শিগগির বাজারে আসবে এই স্মার্টওয়াচ। যদিও এর ফিচার এবং দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনো।