শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের রাজশাহীতে বাছাই পর্ব ১০ জুলাই

নিজস্ব প্রতিবেদকঃ মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান বিষয়টিকে জনপ্রিয় করতে বুধবার (১০ জুলাই) ১৯তম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ রাজশাহী বিভাগীয় বাছাই পর্ব অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মঙ্গলবার (৯ জুলাই) মহানগরের শিরোইল এলাকায় অবস্থিত ফিল্ম অ্যান্ড কালচারাল আর্কাইভে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

রাজশাহী বিভাগের আয়োজক রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার এই সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টারের নির্বাহী সদস্য আননাবা কবীর প্রকৃতি লিখিত বক্তব্য পাঠ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আঞ্চলিক আয়োজক কমিটি রাজশাহী অঞ্চলের সদস্য সচিব আতিকুর রহমান আতিক, নির্বাহী সদস্য জাবিদ অপু, মনিরুজ্জামান উজ্জল, রমিজ হাসান প্রতীক, শামীউল আলীম শাওন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগের ১৪-১৮ বছর বয়সী স্কুল-কলেজ পর্যায়ের প্রায় ২শ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ গ্যালারি ড এমএ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে (৪র্থ বিজ্ঞান ভবন) ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ বিভাগীয় বাছাই পর্ব হবে।

নিবন্ধনের নির্ধারিত সময় পর্যন্ত রাজশাহী বিভাগের ১৮৯ জন প্রতিযোগী ইতোমধ্যে নিবন্ধন সম্পন্ন করেছেন। রাজশাহী বিভাগীয় বাছাই পর্বে শিক্ষার্থীদের দুপুর আড়াইটার মধ্যে তাদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। বাছাই পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ২০ জন ও জুনিয়র গ্রুপ থেকে ২০ জন করে মোট ৪০ জনকে নির্বাচিত করা হবে।

প্রাথমিক বাছাই পর্বে উত্তীর্ণদের নিয়ে আগামী ৩ আগস্ট ঢাকায় আয়োজন করা হবে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর জাতীয় পর্ব। জাতীয় পর্ব থেকে সিনিয়র গ্রুপ থেকে ১৫ জন এবং জুনিয়র গ্রুপ থেকে ১৫ জনসহ মোট ৩০ জনকে নিয়ে আগামী ২১-২৪ আগস্ট ৪ দিনের আবাসিক ক্যাম্প এবং চূড়ান্ত বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। চূড়ান্ত বাছাইপর্ব থেকে নির্বাচিত ৫ জন প্রতিযোগী আসন্ন ২৮তম আন্তর্জাতিক অ্যাস্ট্রো-অলিম্পিয়াডে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.