নিজস্ব প্রতিবেদকঃ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)’র চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি বেগম আখতার জাহানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচিত কমিটির সভাপতি মনিরুজ্জামান খান মনির ও সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি।
আজ দুপুর ১টার সময় নগরীর বর্নালী মোড়ে অবস্থিত বিএমডিএ’র প্রধান কার্যালয়ে গিয়ে যুবলীগের নেতৃবৃন্দরা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত করেন।
এসময় যুবলীগের নেতৃবৃন্দরা বিএমডিএ চেয়ারম্যান বেগম আখতার জাহানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় যুবলীগ নেতাদের সাথে কুশল বিনিময় করেন বিএমডিএ চেয়ারম্যান বেগম আকতার জাহান। তিনি রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নবনির্বাচত কমিটিকে অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।
সৌজন্য সাক্ষাতের সময় রাজশাহী মহানগর আওয়ামী যুবলীগের নব-নির্বাচিত কমিটির সহ-সভাপতি মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী, যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হানুল রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক খালেদ হাসান বিপ্লব, অরবিন্দ দত্ত বাপ্পি প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়াও রাজশাহী মহানগর যুবলীগের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, আহবায়ক ও যুগ্ন-আহবায়ক এবং বিভিন্নস্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।