নিজস্ব প্রতিবেদক, রাবিঃ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আওতাধীন সব হল, অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২২ সালের ২৪ মার্চ রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ১৭টি আবাসিক হলের কমিটি ঘোষণা করা হয়। কমিটির মেয়াদ ছিল এক বছর। তবে দুই বছরেরও বেশি সময় পার হওয়ার পর অবশেষে সেই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, “নতুন কমিটি দায়িত্বে আসার আগেই হল কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। এ ছাড়া ১৭টি আবাসিক হলের অধিকাংশ নেতাই পড়াশোনা শেষ করে ক্যাম্পাস ছেড়েছেন।”
হলগুলোতে নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সঙ্গে কথা বলে দ্রুত সম্মেলন করা হবে বলে জানান তিনি।