নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহী মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের আহবায়ক চৌধুরী মুখলেসুর রহমানের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজিউন)।
আজ রোববার (১৪ জুলাই) দুপুরে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে মুখলেসুর রহমানের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি হারুন উর রশীদ ও সাধারণ সম্পাদক তামজীদ বিন রহমান তূর্য।
বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটি দপ্তর সম্পাদক ড. একে আজাদের স্বাক্ষরিত শোক বার্তায় এ শোক ও দুঃখ প্রকাশ করা হয়।