নিজস্ব প্রতিবেদকঃ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সরকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশিজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার সকালে নগরীর ভিক্টোরিয়া কনভেনশন সেন্টার এন্ড রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও ‘কাউকে বাদ দিয়ে নয় জোট’ এর সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।
মতবিনিময় সভায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় সমাজের অবহেলিত মানুষদের কীভাবে সামনের দিকে নিয়ে আসা যায় এবং দলিত ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রতিবন্ধী এবং হিজড়াদের অধিকার আদায় নিয়ে আলোচনা করা হয়। সভায় প্রকল্পের বাস্তবায়িত প্রকল্পের কার্যক্রম, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সরকারি সেবাসমূহের ব্যবহার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন রাজশাহী জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম গোলাম মাহবুব, পবা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, জোটের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাত, ফয়েজুল্লাহ চৌধুরী, নওগাঁ সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান পারভীন, জোটের সাধারণ সম্পাদক বিমল রাজওয়ার। সভায় বাস্তবায়িত প্রকল্পের সার্বিক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন প্রকল্পের বিভাগীয় সমন্বয়কারী মানুয়েল টুডু।
উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষ, নওগাঁ উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক সদস্য এবং ওয়েভ ফাউন্ডেশন প্রকল্পের অন্যান্য সদস্যবৃন্দ।