নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে সাবেক রাষ্ট্রপতি এবং জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার দুপুরে রাজশাহী মহানগর জাতীয় পার্টির উদ্যোগে স্মরণ সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগরীর গণকপাড়ার পার্টি কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর আহবায়ক সাইফুল ইসলাম স্বপন।
সিনিয়র যুগ্ম আহবায়ক সালাউদ্দিন মিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- যুগ্ম আহবায়ক শাহিনুল ইসলাম শাহিন, সাইফুল ইসলাম খোকন, সাজিদুল ইসলাম ঈশান, সদস্য সচিব ওয়াসিউর রহমান দোলন প্রমুখ।
স্মরণ সভা শেষে পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচএম এরশাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এছাড়া দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় রাজশাহী মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।