শুক্রবার | ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরইউজের সদস্য হতে আগ্রহীদের কাছ থেকে আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদকঃ নতুন সদস্য সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) কার্যনির্বাহী কমিটি। দেশের প্রতিষ্ঠিত সংবাদপত্র (স্থানীয় ও জাতীয়), স্যাটেলাইট টেলিভশন চ্যানেল, সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থায় রাজশাহীতে কর্মরত মূলধারার গণমাধ্যমকর্মীরা মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল পেশাদার সাংবাদিকদের এ সংগঠনের সদস্য হতে পারবেন।

এ জন্য আগামীকাল সোমবার (১৫ জুলাই) থেকে আগামী রোববার (২১ জুলাই) পর্যন্ত নগরীর কাদিরগঞ্জে আরইউজে কার্যালয় থেকে ২০০ (দুইশত) টাকার বিনিময়ে আবেদনপত্র- ‘ডি ফরম’ সংগ্রহ করতে হবে। আরইউজে কার্যালয়ে ২২ জুলাই পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। আবেদনপত্রের সঙ্গে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, প্রতিষ্ঠানের নিয়োগপত্র এবং গণমাধ্যমের পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে। অন্যথায় আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

পূর্বে আবেদন করেছিলেন, কিন্তু সদস্য হতে পারেননি- এমন গণমাধ্যমকর্মীরাও নতুন করে আবেদন করতে পারবেন। তাই নির্ধারিত সময়ের মধ্যে আগ্রহী গণমাধ্যমকর্মীদের আবেদন করার জন্য অনুরোধ জানানো হলো।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.