শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

এলাকার সিনিয়রদের হস্তক্ষেপে নগরীর পাঠানপাড়ায় মিমাংশা হলো গন্ডোগোল

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর পাঠান পাড়ায় গত কয়েকদদিন পূর্বে দুই পক্ষের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। এ নিয়ে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেন। সেইসাথে পাড়ায় একজটি মানবন্ধনও হয়। কিন্তু এলাকার কথা চিন্তা করে সিনিয়রগণরা বসে গন্ডোগোলটি মিমাংশার উদ্যোগ নেন। এনিয়ে গত ২০আগস্ট মঙ্গলবার রাসিক ৯নং ওয়ার্ড কাউন্সিলর এর কার্যালয়ে বসে কাউন্সিলর উভয় পক্ষের মধ্যে মিমাংশা করে দেন।

এ নিয়ে আবারও মঙ্গলবার রাতে পাঠানপাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন মাঠে বসে উভয়পক্ষ স্ট্যাম্পে স্বাক্ষর করে ভবিষ্যতে এই মারপিট নিয়ে কোন কিছু না করা এবং এলাকায় শান্তি শৃখংলা বিরাজমান রাখার জন্য স্বাক্ষর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন সমাজসেবক হারুন, সুমন সরকার, হাজী মামুন, আরিফ, মিঠু, নান্নু শেখ ও রুবেল হোসেন। উপস্থিত সমাজসেবক ও মারপিটের সঙ্গে জড়িত উভয়পক্ষ এটাকে একটি ভূলবুঝাবুঝি বলে আখ্যায়িত করেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.