নিজস্ব প্রতিবেদকঃ নতুন প্রজন্মের মধ্যে মননশীলতা এবং সবুজ নেতৃত্ব তৈরীতে রাজশাহীর উদ্যোগী তরুণ যুবরা স্কুল পর্যায়ে ক্যাম্পেইন এর আয়োজন করছে। বৃক্ষরোপন, বিদ্যুৎ এবং জ্বালানীর অপচয়রোধে কার্যকর পদক্ষেপ এবং নিজের পরিবারে এগুলোর চর্চা করার লক্ষ্যে রাজশাহীর যুবদের বৃহৎ ঐক্য বরেন্দ্র ইয়ুথ ফোরাম ও বারসিক এই আয়োজন করে।
(২৮ আগষ্ট ২০২৪) বুধবার সকাল ১১ ঘটিকায় রাজশাহী মহানগরীর পদ্মার রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ চকপাড়া চন্দ্রিমাতে সবুজ নেতৃত্ব বিকাশ জলবায়ু সুরক্ষায় নতুন প্রজন্মের ভাবনা বৃক্ষরোপণ কর্মসূচিতে স্কুল ক্যাম্পেইন হয়। এতে অংশ নেয় পদ্মা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ এর অষ্টম নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, শিক্ষকমণ্ডলী। সূর্যকিরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল বারসিকের সহকারী কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার, কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি।
পরিবেশ, পতিবেশ, জলবায়ু, জলবায়ু সুরক্ষায় শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন বারসিকের কমিউনিটি ফ্যাসিলিটেটর তহুরা খাতুন লিলি। আজকের শিক্ষার্থীরাই তো আগামীর উজ্জ্বল ভবিষ্যৎ, সংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে একটি সংগঠন এর অনেক বড় ভূমিকা কাজ করে। সংগঠন কি, কেন করা হয়, এবং সবুজ নেতৃত্ব বিকাশ, এতে জলবায়ুর সুরক্ষায় কি ধরণের ভূমিকা তা নিয়ে আলোচনা করেন যুব স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যকিরণ সমাজকল্যাণ সংস্থার সভাপতি শাইখ তাসনীম জামাল। বৃক্ষরোপণের ভূমিকা নিয়ে আলোচনা করেন বারসিকের সহকারি কর্মসূচি কর্মকর্তা অমিত সরকার।
উক্ত আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা হয়। এতে ৫ জনকে বিজয়ী করা হয়।
মোসা: নূর- ই-জান্নাত। নবম শ্রেণীর ছাত্রী বলেন, “আজকে এই আয়োজনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, সংগঠনের প্রয়োজন, জলবায়ু রক্ষায় নিজেদের ভূমিকা নিয়ে জানলাম। এবং পুরস্কার পেয়ে আমার খুব ভালো লাগছে “।
স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রউফ বলেন শিক্ষার্থীদের মনোবিকাশে এই ধরনের আয়োজন খুব দরকার স্কুল গুলোতে। স্কুলের পরিচালক সৌরভ হোসেন বলেন, “আমরা শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করি, স্কুলে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের পজেটিভ চিন্তার বিকাশ হয়, জগত সম্পর্কে সুন্দর ধারণা তৈরি হয়, নিজেদের ভূমিকা গুলো সুন্দর ভাবে বুঝতে পারে ” তিনি বারসিক ও যুব সংগঠন কে ধন্যবাদ জানান। কার্যক্রম শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে একটি করে কাঠাল,তেতুল, জলপাই, কদবেল, নীম গাছ বিনিময় করা হয়। স্কুল ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয়