নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের “চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েট” এর ‘১৯ আবর্তের ২০২৪-২৫ কার্যনিবার্হী কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী দীপ্র চৌধুরী ও সাধারণ সম্পাদক হিসেবে পানিসম্পদ কৌশল বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
আজ শনিবার (৩১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি শিবাজী দাশ, সাঈদ জামিল, ঋত্বিক দে, দীবা চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক তন্ময় তালুকদার, সাকিব করিম, আমিনুল ইসলাম , চৈতি রায়, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শ্রুতকীর্তি ব্যানার্জি, আসিফ মিরাজ, সামিন সালসাবিল, উৎস চৌধুরী, অর্থ সম্পাদক ওয়াহিদ বিন নূর, দপ্তর সম্পাদক মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি রায়হান উদ্দিন ভূইয়াসহ প্রমুখ।
সংগঠনটির সভাপতি দীপ্র চৌধুরী জানান, “চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে একত্রে কাজ করতে বদ্ধপরিকর চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম। সবাই সবার অবস্থান থেকে তাদের সামর্থ্য এবং নেটওয়ার্ক এক জায়গায় এনে একসাথে কাজ করতে পারলে অনেক ভালো কিছুই করা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের আঞ্চলিক সংগঠনকে একটি রোল মডেল বানাতে চাই যেটি সাধারণ শিক্ষার্থীদের আওতাধীন সকল সেক্টরে সর্বোচ্চ অবদান রাখতে সক্ষম হবে।”
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত “চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েট” শুরু থেকেই সাধারণ শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গঠনমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এডমিশন এক্সামে সহায়তা, ক্যারিয়ার এবং হায়ার স্টাটিজ সেশন, সাংস্কৃতিক এবং খেলাধুলার কার্যক্রমসহ মানবতামূলক বিভিন্ন কাজে চট্টগ্রাম স্টুডেন্ট ফোরাম, চুয়েটের অবদান লক্ষণীয়।