সোমবার | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা বোট ক্লাবের নব-নির্বাচিত সদস্য খন্দকার হাসান কবিরকে রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বোট ক্লাবের নির্বাহী কমিটির নির্বাচনে বিপুল ভোটে সদস্য পদে নির্বাচিত হয়েছে খন্দকার হাসান কবির। সনামধন্য ক্লাবটির নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায়, তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন ক্লাব।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টায় রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুভেচ্ছা বার্তাটি প্রেরণ করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক খন্দকার হাসান কবির রাজশাহী মেট্রোপলিটন ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক।

সদস্যপদ প্রাপ্তির খন্দকার হাসান কবির গণমাধ্যমে শুলশান ক্লাব, উত্তরা ক্লাব, বনানী ক্লাব, লিজেন্ট ক্লাব ও বাংলাদেশ ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ জানান।

প্রসঙ্গত, প্রতিষ্ঠার ১০ বছর পর প্রথমবারের মতো নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে ঢাকা বোট ক্লাবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন নাসির ইউ মাহমুদ। শনিবার দুপুর আড়াইটায় শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত। পরে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে প্রার্থী ছিলেন ২০ জন। মোট ভোটার ছিলো ২ হাজার ৪৮০ জন। ভোট দিয়েছেন এক হাজার ৩৭৯ জন।

 

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.