মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে গৃহবধুর মৃত্যু  

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার দিবাগত  রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)’তে  চিকিৎসাধীন অবস্থায়  ওই রোগীর মৃত্যু হয়।

ডেঙ্গু আক্রান্ত হয়ে  মারা যাওয়া ওই  রোগীর নাম শাকিলা  (২০) । তার গ্রামের বাড়ি  রাজশাহীর  বাগমারা  এলাকায়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডেঙ্গুজ্বরসহ নানা উপসর্গ নিয়ে  বাগমারা থেকে রাজশাহী মেডিকেলে আসেন। এসময় শারীরিক অবস্থার  জটিল হওয়ায় চিকিৎসক  ভর্তি হওয়ার পরামর্শ দেন। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। এরপর শনিবার দিবাগত রাতে  মারা যান শাকিলা।

হাসপাতালের মুখপাত্র  ডা:  শংকর কে বিশ্বাস জানান, শাকিলা ভর্তি হওয়ার  পর থেকে  হাসপাতালের পক্ষ থেকে  সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। কিন্তু তাঁর উপসর্গগুলো জটিল হওয়ার কারণে  তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরো জানান, প্রায় প্রতিদিন  ডেঙ্গু আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালে, রোগীর চাপ বাড়লে  প্রয়োজনে  নতুন ওয়াড খোলা হবে।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রায় ১৯জন চিকিৎসা সেবা নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.