বুধবার | ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মিন্টু ও শামীমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত জাতীয় হকি তারকা মরহুম রবি উদ্দিন আহমেদ মিন্টুর ২৫ তম ও ক্রীড়া সংগঠক সাবেক খেলোয়ার মরহুম শামীম রেজার ১৭ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে শোক র‍্যালী করেছে রাজশাহী বৈকালি সংঘ।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিএন্ডবি মোড় মনিবাজার থেকে শোক র‍্যালী নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষীপুর মিন্টু চত্বর মোড় হয়ে আবারও সিএন্ডবিতে এসে শেষ হয়। শোক র্যালী শেষে সকাল ১১টায় বৈকালি সংঘের কার্যালয়ে আলোচনা সভা ও দুপুর ২টায় স্থানীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শোকর‍্যালী শেষে মরহুম মিন্টু ও শামীমের ক্রীড়াঙ্গনে অবদান রাখার ইতিহাস তুলে ধরে বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানা বলেন, মরহুম মিন্টু ও শামীম তাদের দক্ষতা দিয়ে ক্রীড়াঙ্গনকে অনেক কিছু দিয়েছে। রাষ্ট্রীয় পর্যায় থেকে পুরস্কার এনে দিয়েছে। যার জন্য রাজশাহীবাসী গর্বিত। তাদের খেলার ইতিহাস আগামী প্রজন্মকে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে উদ্বুদ্ধ করবে। সেই সাথে তাদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন বৈকালি সংঘের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ক্রীড়াবিদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ খেলোয়াড়বৃন্দ।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.