সোমবার | ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করে রাজশাহী জেলা প্রশাসন।

এ সভার সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত মাজিস্ট্রেট সরকার অসীম কুমার।

হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করে জেলা প্রশাসক বলেন, এই উৎসবকে কেন্দ্র করে কিছু দুসকৃতিকারীরা তাদের হীন উদ্দেশ্য হাসিলের চেষ্টা করতে পারে। সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। প্রয়োজনে দিন কিংবা রাত জেগে প্রতীমা পাহারার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে প্রশান।
যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনের সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ , আনসার সদস্য, ফায়ার সার্ভিসকর্মী, র্যাব এবং আরমীসহ জরুরী সেবার ফোন নাম্বারগুলো পূজা মন্ডপগুলোতে টাঙিয়ে রাখার আওভানও জানান জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত মাজিস্ট্রেট সরকার অসীম কুমার।

এ সময় জেলার বিভিন্ন থানার পূজা উদযাপন কমিটির সদস্যসহ পুলিশ, র্যাব ও আরমিসহ গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.