বুধবার | ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ছাত্র-জনতার বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহার হচ্ছে: আরএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকার পতনের আগে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর করা সব মামলা সরকারের নির্দেশনায় প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) নব-নিযুক্ত কমিশনার আবু সুফিয়ান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে আরএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ কথা জানান।

পুলিশ কমিশনার আবু সুফিয়ান বলেন, ‘কিছু মামলা ছাত্র-জনতার বিরুদ্ধে হয়েছিল, সেগুলো সরকারের নির্দেশে প্রত্যাহারের কার্যক্রম চলছে। এর মধ্যে বেশির ভাগ প্রত্যাহার হয়ে গেছে। পরবর্তীকালে (৫ আগস্টের পর) যে মামলাগুলো হয়েছে, সেগুলো তদন্ত হচ্ছে। আমরা নিরপেক্ষভাবে তদন্তের চেষ্টা করছি। শুধু দোষীদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আর যারা নিরপরাধ এবং মিথ্যা মামলায় সংযুক্ত হয়ে গেছে, তদন্তের পর তাদের সেখান থেকে মুক্তি দেওয়া হবে।’

পুলিশ কমিশনার বলেন, ‘ছাত্র-জনতা কীভাবে বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠে সেটা আমরা দেখেছি। আমরা দেখেছি, কীভাবে তারা জীবন বিপন্ন জেনেও আন্দোলনে আসে। তাদের কারণে আজকের এই বাংলাদেশ। তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে মনে রেখে আমাদের কাজ করতে হবে।’

পুলিশের স্থাপনায় হামলা জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ উল্লেখ করে আবু সুফিয়ান বলেন, ‘জনতার সঙ্গে পুলিশের একটা ব্যবধান হয়ে গিয়েছিল। যার প্রেক্ষিতে ৫ আগস্টের পরবর্তী সময় পুলিশের স্থাপনায় হামলা হয়েছে, সেটা কিন্তু জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ। আমরা চিন্তা করছি, কীভাবে আমরা জনগণের কাছাকাছি যেতে পারব। জনগণের জন্য কাজ করতে পারব।’

তিনি বলেন, ‘আমাদের অস্ত্র লুট হয়েছে, সেগুলো উদ্ধারের চেষ্টা করছি। পুলিশ সদস্যদের মাঝেও ভয়-আতঙ্ক কাজ করছে। রাস্তায় নামতে তারা শঙ্কিত। আমরা তাদের বোঝাচ্ছি যে জনগণের কল্যাণে কাজ করলে তারা আমাদের গ্রহণ করবে। জনগণের কল্যাণে কাজ করলে ভয় পাওয়ার কিছু নেই। তারা আমাদের গ্রহণ করবে। আমাদের এভাবেই কাজ করতে হবে।’

মতবিনিময় সভায় আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.