বুধবার | ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের নিয়ে যৌক্তিক সমালোচনা করলে স্বাগত: শিবির সেক্রেটারি

প্রিয় রাজশাহী ডেস্কঃ বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, কেউ আমাদের সংশোধনের উদ্দেশ্যে যৌক্তিক সমালোচনা করলে মোস্ট ওয়েলকাম জানাই। পরিশুদ্ধ নিয়তে সুধী হিসেবে এ সমালোচনা জারি রাখুন। কিন্তু আমরা কারও সমালোচনা করে সময় নষ্ট করতে চাই না।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘আমাদের হাতে অনেক কাজ। শহীদ ও আহতদের রক্তের ওপর দাঁড়িয়ে খুব ভার অনুভব হয়। এ রক্তের কাছে আমাদের অনেক দায়। জীবনের মায়া ভুলে আন্দোলনে অংশ নেওয়া গাজীদের কাছে আমাদের দায় অনেক।’

তিনি বলেন, ‘এখনো শহীদের পরিবারের চোখে চোখ রেখে সান্ত্বনা দেওয়ার মত ভাষা খুঁজে পাই না। নিস্তব্ধ হয়ে যাই। তাই আমাদের মুখে কথার ফুলঝুরি ওঠে না। যখন শহীদের চেহারা সামনে ভেসে ওঠে, বোবাকান্না ফিল করি। আমরা আত্মসমালোচনা করি। ভুল হলে তা কারেকশন করি। নতুন কৌশলের জন্য রবের জ্ঞানভান্ডারের দিকে তাকিয়ে থাকি। সুদূরপ্রসারী চিন্তা নিয়ে লক্ষ্যের দিকে হেঁটে চলি। এটাই আমাদের কর্মপন্থা।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.