শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

প্রিয় রাজশাহী ডেস্কঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাবা-ছেলের মধ্যে ঝগড়া থামাতে এসে ভাতিজার ছুরির আঘাতে চাচার মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ঈসমাইল হোসেন দুলু (৬৫) সাবেক ইউপি সদস্য ও ঝাউবোনা গ্রামের মৃত সামারের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. শামসুল ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে মিলন আলীর সঙ্গে তার ছেলে রবিউল ইসলামের ঝগড়া শুরু হয়। ওই সময় চাচা ঈসমাইল হোসেন ঝগড়া থামাতে গেলে ভাতিজা তাকে ছুরি দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. ইকবাল পাসা। অভিযুক্ত রবিউল ইসলাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এছাড়া আইনি বিষয়গুলো প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.