শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে মতবিনিমিয় করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিকের প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। বুধবার (২ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনারের দপ্তরে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর নাগরিক সেবা, রাজশাহী নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সুশাসন নিশ্চিতসহ ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নমুলক কার্যক্রমের ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রগুলোর ইতিবাচক অবস্থান প্রত্যাশা করেন তিনি।

স্থানীয় সংবাদপত্রগুলোর সম্পাদকদের নিয়ে গঠিত রাজশাহী এডিটরস ফোরামের একটি প্রতিনিধি দল বুধবার দুপুরে বিভাগীয় কমিশনারের সাথে সাক্ষাৎ করেন। এসময় বিভাগীয় কমিশনার বিভিন্ন কার্যক্রম এবং সিটি কর্পোরেশন নিয়ে তাঁর উদ্যোগের বিষয়ে মতবিনিময় করেন। তিনি নাগরিক সেবা সহজ করা, নগরীর যানজট কমানো, কর্মসংস্থান সৃষ্টির বিভিন্ন উদ্যাগের কথা তুলে ধরেন। এসব কার্যক্রমে স্থানীয় সংবাদপত্রসহ সাংবাদিকদের আন্তরিক সহযোগিতাও প্রত্যাশা করেন। এসময় সাংবাদিক প্রতিনিধিরা রাসিকের কার্যক্রম, নাগরিক সেবা সহজিকরণ, যানজট নিয়ন্ত্রণ, নগরীর উন্নয়ন কর্মকাণ্ডসহ নানান বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

এডিটরস ফোরামের প্রতিনিধি দলে ছিলেন ফোরামের সভাপতি দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি দৈনিক আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দপ্তর সম্পাদক গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, সদস্য দৈনিক নতুন প্রভাতের ভারপ্রাপ্ত সম্পাদক সোহেল মাহবুব ও উত্তরা প্রতিদিনের সম্পাদক সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.