রবিবার | ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আরএমপির অভিযানে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর দামকুড়া থানা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধা প্রদানের লক্ষ্যে ককটেল বিস্ফোরণ ও বিএনপি অফিস পোড়ানো মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) দামকুড়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মো: ইব্রাহিম আলী (৪০)। সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার বিন্দারামপুরের মৃত আব্দুল হামিদের ছেলে ও ৩নং ওয়ার্ডের সাবেক মেম্বার।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাধা দেওয়ার জন্য আসামি ইব্রাহিমসহ অন্যান্য আসামিরা দামকুড়া হাটের বিএনপি অফিস পুড়িয়ে দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সংক্রান্ত গত ২৮ আগস্ট ২০২৪ খ্রিস্টাব্দে দামকুড়া থানায় একটি মামলা হয়।

পরবর্তীতে বৃহস্পতিবার ১০ অক্টোবর দুপুর ২ টার দিকে আরএমপি’র দামকুড়া থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামের দিকনির্দেশনায় এসআই আলী আকবর আকন্দ ও তাঁর টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি ইব্রাহিমকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.