মেসেজিং অ্যাপ মেসেঞ্জার ও ছবি ও ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে মেটা। নতুন এই সুবিধার মাধ্যমে প্ল্যাটফর্ম দুটিতে সন্তান কাদের সঙ্গে মেসেজ, ছবি ও ভিডিও বিনিময় করছে, তা জানতে পারবেন অভিভাবক। অভিভাবকেরা চাইলে অবাঞ্ছিত মেসেজ আসার আগেই ব্লক করতে পারবেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, মেটার ফ্যামিলি সেন্টার থেকে নতুন এই প্যারেন্টাল কন্ট্রোল সুবিধাটি চালু করতে পারবেন অভিভাবকেরা। এ সুবিধা চালু থাকলে সহজেই সন্তানদের মেসেঞ্জার অ্যাকাউন্টের প্রাইভেসি ও সেফটি সেটিংস পরিবর্তন করতে পারবেন অভিভাবকেরা।
সন্তান দীর্ঘ সময় ধরে অ্যাপগুলো ব্যবহার করতে থাকলে তাঁদের বিশ্রামের কথা মনে করিয়ে দেওয়ার সুবিধাও পাবেন অভিভাবক। এ ছাড়া, মেসেঞ্জারে সন্তানের বন্ধুতালিকায় থাকা ব্যক্তিদের নাম দেখার পাশাপাশি মেসেজ প্রেরকদের তথ্যও জানার সুযোগ পাওয়া যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় এই সুবিধা চালু করা হয়েছে।