মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার

প্রিয় রাজশাহী ডেস্কঃ দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি পরিদর্শন করেন।

এরমধ্যে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলা কর্মকার পাড়ার চরজোত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির, ওয়ালটন মোড়স্থ চাঁপাইনবাবগঞ্জ সাৰ্বজনীন দুর্গা মন্দির এবং বারোঘরিয়া বাইশ পুতুল পূজামণ্ডপ।

এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন চরজোত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের পরিচালক বাসুদেব নন্দী এবং অজিত দাস। আর ভক্তদের উলু ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মন্দিরের চারপাশ।

পরে ঠাকুর সমীর চক্রবর্তীর সহযোগিতায় পূজা-অর্চনা শেষে দুর্গামাতার প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন সহকারী হাইকমিশনার মনোজ কুমার।

এসময় পূজা উদযাপন কমিটির সভাপতি রনি নন্দী, সাধারণ সম্পাদক রাধা বল্লব কর্মকারসহ ভক্তরা উপস্থিত ছিলেন।

এছাড়া চরজোত প্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বারোঘরিয়া বাইশ পুতুল পূজামণ্ডপ ও চাঁপাইনবাবগঞ্জ সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন করেন।

ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহীতে নিযুক্ত আছেন।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.