প্রিয় রাজশাহী ডেস্কঃ রাজশাহী মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়ন বকপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে আলমগীর হোসেন (৫০) নামক এক ভ্যান চালক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে এ ঘটনাটি ঘটে।
এলাকা ও পরিবার সূত্রে জানা যায়, পরিবারের লোকজনদের অজান্তে নিজ ঘরের পাড়ের সাথে লাইলোনের দড়ি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে মৃত ব্যাক্তির ৫ বছরের নাতনি দেখতে পেলে চিৎকার করে উঠলে পাড়ার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। পরে স্থানীয় লোকজন মোহনপুর থানা পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে।
এই বিষয়ে থানার তদন্তকারী অফিসার এসআই নূরুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষে আইনুগত ব্যবস্থা নেওয়া হবে।