প্রিয় রাজশাহী ডেস্কঃ স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের পেডিয়াট্রিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আবু জাফর।
মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
একই প্রজ্ঞাপনে বর্তমান ভারপ্রাপ্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনকে পরবর্তীতে উপযুক্ত পদে পদায়নের জন্য পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ১৮ আগস্ট অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমের চুক্তিভিত্তিক মহাপরিচালকের নিয়োগ বাতিল করে সরকার। সেই সময় স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিনকে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে রোবেদ আমিনকে কার্যালয়ে প্রবেশে বাধা ও তাঁকে অপসারণের দাবিতে টানা তিন সপ্তাহ আন্দোলন করেন বিএনপিপন্থী চিকিৎসকেরা। পরে ১২ সেপ্টেম্বর স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দিয়ে অফিস আদেশ দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।