শনিবার | ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের ওপর হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বাস মালিক সমিতির মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রমকে কেন্দ্র করে রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের ওপর হামালার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছে।

তারা দুজন হলেন, আমিরুল ইসলাম (৩২)ও সাজ্জাদ হোসেন (৪৯)। তারা বাস মালিক সমিতির কর্মচারী।

বুধবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনে অংশ নেওয়ার পূর্বমুহুর্তে হামলার শিকার হোন হেলাল উদ্দিন।

এরইমধ্যে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা সেবা শেষে দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দীনের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ে সমিতির নেতৃবৃন্দরা বর্তমান কমিটিকে স্থায়ী রাখার দাবিতে স্মারকলিপি দিতে গেলে বাধা দেয় বাস মালিক সমিতির আরেকটি গ্রুপ।

পরে স্মারকলিপি প্রদানে বাধার দেওয়ার কারণ জানতে চাইলে মাইনুল হক হারু, আওয়ামী লীগ নেতা মোমিন, রাকেশ, জাহাঙ্গীর সহ প্রায় শতাধিক ব্যক্তি বেশি অস্ত্রশস্ত্র নিয়ে হেলাল উদ্দিনের ওপর হামালা চালায়।

পরে খবর পেয়ে আইনশৃঙ্খলার রক্ষাকারী বাহিনীর সদস্যরা দুপক্ষকে সরিয়ে দেয়।

এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বলেন, বাস মালিক সমিতির বর্তমান কমিটি রাখার পক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমিতির সদস্যদের একটি স্মারকলিপি প্রদান করতে গেলে হারু আওয়ামী লীগের মোমিন জাহাঙ্গীর, রাকেশসহহারু শতাধিক সন্ত্রাসীরা আমার উপর হামলা চালায়। এঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাস খান বলেন, আমরা চাই এখানে প্রশাসক নিয়োগ করা হোক এরপর একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিতরা সড়ক পরিবহণের দায়িত্ব নিবে। কোনো অবৈধ প্রতিনিধি আমরা মানবো না।

এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করতে আসেনি।

Please Share This Post in Your Social Media



© 2023 priyorajshahi.com
Developed by- .:: SHUMANBD ::.