বগুড়ার শিবগঞ্জে ট্রাকচাপায় জহুরা বেওয়া (৭৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার দুপুর দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চন্ডিহারাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরা বগুড়া সদরের হাজরাদিঘী গ্রামের মৃত আব্দুল মিয়ার স্ত্রী। তিনি চন্ডিহারার পাশে বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নের মধু মাঝিরা গ্রামে থাকতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, জহুরা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় রংপুরগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ট্রাকচালক পালিয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা